সোমবার, ১৫ জুন, ২০১৫





কাউখালী দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি মাওদুদ, সম্পাদক নান্নু, 

কাউখালী প্রতিনিধি
ঐতিহ্যবাহী ব্যস্ততম পিরোজপুরের কাউখালীর দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে  দেওয়াল ঘড়ি মার্কায় আবুল কালাম খান মাওদুদ  সাধারণ সম্পাদক পদে হরিন মার্কায় বজলুর রহমান নান্নু নির্বাচিত হয়েছেন
 জানা যায়, বৃটিশ আমলে বাজার প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রবল বর্ষন উপেক্ষা করে শনিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে (সোনালী ব্যাংকের সামনে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে বিভিন্ন পদের জন্য প্রতিদ্বন্ধিতা করেছেন ৪১ জন প্রার্থী। ৬৩০ জন ভোটারের মধ্যে ৬০১জনভোট প্রদান করে রবিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম খান মাওদুদ (দেওয়াল ঘড়ি) ২৩৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী জাহাঙ্গীর আলম (চেয়ার) পেয়েছেন ১৪৯ ভোট, সহ-সভাপতি পদে দুই জন ছিদ্দিকুর রহমান (কাঠাল) ৩৩৯ ভোট অপর প্রার্থী অরুন কুমার কুন্ডু (আম) ৩০৭ ভোট পেয়েছেন, সাধারন সম্পাদক পদে বজলুর রহমান নান্নু (হরিন) ৩১৩ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী . রহিম খন্দকার (বাঘ) ১৭১ ভোট পেয়েছেন, সহ- সাধারন সম্পাদক পদে দুই জন মনজুরুল কবির পেয়ারু (টেলিভিশন) ৩৫৫ ভোট পয়েছেন অপর প্রার্থী কাঞ্চন আলী শেখ (সিলিং ফ্যান) ২৬৯ ভোট পেয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে দ্বীন ইসলাম (হাঁস) ২৩৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী হুমায়ুন কবীর (দোয়েল) ১২৪ ভোট পেয়েছেন, অর্থ সম্পাদক পদে ছাইদুর রহমান (চশমা) ২০১ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী কামরুজ্জামান  (মটর সাইকেল) ১৮২ ভোট পেয়েছেন, দপ্তর সম্পাদক পদে দিলীপ দে (বই) ২৩৬ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী আনিসুর রহমান পান্না (আলমারী) ১৯৬ ভোট পেয়েছেন, প্রচার সম্পাদক পদে . করিম (গোলাম ফুল) ২৬১ ভোট পেয়েছন নিকটবর্তী প্রার্থী রফিকুল খান (মোইল ফোন) ১৪৫ ভোট পেয়েছেন, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে শাহ-আলম সাহাজাদা (বালতি) ৩৫৭ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী গোপীনাথ কুন্ডু (হাতপাখা) ১৭৬ ভোট পেয়েছেন, ক্রীড়া সম্পাদক পদে শাহেদুল ইসলাম চাঁন (ফুটবল) ২২৮ ভোট পেয়েছেন নিকটবর্তী প্রার্থী আনিচুজ্জামান খন্দকার (ক্রিকেট ব্যাট) ২২৪ ভোট পেয়েছেন, সদস্য পদে তিন জন বাহারুল খন্দকার (হাতি) ৩৫১ ভোট পেয়েছেন অপর প্রার্থী আল- আমীন গাজী (ফুলের টব) ২৯৬ ভোট পেয়েছেন, অপর প্রার্থী শেখর হালদার (কলম) ২৫৫ ভোট পেয়েছেন
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম লিটন নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকারি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম এ ছাড়া আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন কাউখালী থানা পুলিশের জন সদস্য। তাদের সহযোগিতা করেছেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের ৯সদস্য
এতে  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠূ। নির্বাচন সদস্য সচিব সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন।

এদিকে কাউখালী দক্ষিন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভোটার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচিত নেতৃবৃন্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন