কাউখালীতে নানা আয়োজনে শোক দিবস পালিত
নানা কর্মসুচির মধ্য দিয়ে শুক্রবার পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। কর্মসুচির মধ্যে রয়েছে সুের্যাদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্র্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, প্রামাণ্য চিত্র প্রদর্শন ,চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদ মন্দির ও গীর্জায় প্রার্থনা, বিশেষ মোনাজাত ও দোয়া, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানমালা।
আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক ইসাহাক আলী খান পান্নার নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা সকাল ৭ টায় মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন। উপজেলা প্রশাসনের আয়োজনের সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে মুজিব চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলামের সভাপতিতে ¡আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক ইসাহাক আলী খান পান্না, বক্তব্য রাখেন আওয়ামীলীগীগের সাধারন সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন,সাবেক সবাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন ,গৌতম দাস, যুবলীগ সভাপতি অলোক কর্মকার,যুবলীগ আয়ারল্যান্ড শাখার যুগ্ন আহবায়ক সাইফুর রহমান বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান শাওন,সাধারন সম্পাদক ইউনুস আলী খান সহ সরকারী-বেসরকারী, স্কুল, কলেজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামে গ্রামে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত ছাড়াও গনভোজের আয়োজন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন