শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

                                 কাউখালীতে নানা আয়োজনে শোক দিবস পালিত


নানা কর্মসুচির মধ্য দিয়ে শুক্রবার পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। কর্মসুচির মধ্যে রয়েছে সুের্যাদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা, শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্র্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, প্রামাণ্য চিত্র প্রদর্শন ,চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদ মন্দির ও গীর্জায় প্রার্থনা, বিশেষ মোনাজাত ও দোয়া, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানমালা।
আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক ইসাহাক আলী খান পান্নার নেতৃত্বে  আওয়ামীলীগের নেতাকর্মীরা সকাল ৭ টায় মুজিব চত্বরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন  আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন। উপজেলা প্রশাসনের আয়োজনের সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর   হতে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে মুজিব চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলামের সভাপতিতে ¡আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক ইসাহাক আলী খান পান্না, বক্তব্য রাখেন আওয়ামীলীগীগের সাধারন সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন,সাবেক সবাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান  কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন ,গৌতম দাস, যুবলীগ সভাপতি অলোক কর্মকার,যুবলীগ আয়ারল্যান্ড শাখার যুগ্ন আহবায়ক সাইফুর রহমান বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান শাওন,সাধারন সম্পাদক ইউনুস আলী খান সহ সরকারী-বেসরকারী, স্কুল, কলেজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামে গ্রামে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত ছাড়াও গনভোজের আয়োজন করা হয়েছে।

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪

                                           কাউখালীতে দুর্ধষ চুরি



পিরোজপুরের কাউখালীর উপজেলা রোডে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। কাউখালী থানা থেকে আনুমানিক ৩০০ গজ দূরত্বে সেন্ট এ্যালবার্ড স্কুলের পাশে কাউখালী কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুশীল চন্দ্র হাওলাদারের   রাতে গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে সংবদ্ধ চোরচক্র নগদ টাকাসহ প্রায় লাধিক টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
সুশীল চন্দ্র জানান, রাত ৩টার দিকে ৫জন মুখোশধারী একটি চোরের দল দেশীয় অস্ত্র নিয়ে ২য় তলায় জানালার গ্রীল কৌশলে খুলে বাসায় প্রবেশ করে। প্রথমেই গৃহকর্তা সুশীলকে রশিদিয়ে বেধে ফেলে এবং স্ত্রীর গলায় চাপাতি ধরে। তারপর চোর চক্র প্রতিটি ক তছনছ করে তান্ডব চালায়। এসময় নগদ ৩৫হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও ৩টি মোবাইল সেট নিয়ে যায়।ধারাবাহিক চুরির ঘটনা কয়েক মাস বন্ধ থাকার পর নতুন করে চুরির এ ঘটনায় কাউখালীতে আবারও চুরি আতঙ্ক ছড়িয়েছে।

                                   জাতির পিতার ছবি আকল প্রতিবন্দ্বী শিশুরা



শোকাবহ আগষ্ট মাসে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মুজিব চত্বরে গতকাল মঙ্গলবার বিশ জন বাক-প্রতিবন্দ্বী শিক্ষার্থী ও ছিন্নমুল শিশুদের অংশ গ্রহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সুবিধা বঞ্চিত এই শিশুদের নিয়ে উপজেলার বাক-প্রতিবন্দ্বী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু এই আয়োজন করেন এবং প্রতিবন্দ্বী শিক্ষার্থী ও ছিন্নমুল শিশুদের হাতে কাগজ ও রং পেন্সিল তুলে দেন। । চিত্রাঙ্গন প্রতিযোগীতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন। পরে আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক সুব্রত রায়, বিশিষ্ট চিত্র শিল্পী পরিমল বড়াল, কাউখালী কিন্ডাার গার্ডেনের অধক্ষ আশুতোষ মিস্ত্রী প্রমুখ।

শনিবার, ২ আগস্ট, ২০১৪

                         কাউখালীতে বাসের চাকায় পিষ্ট

                                      মাদরাসা ছাত্রী নিহত


পিরোজপুরের কাউখালীতে ঢাকাগামী পরিবহন বাসের চাপায় বিউটি আক্তার (১২)নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। আজ শ,ুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে কাউখালী-ঝালকাঠি আঞ্চলিক সড়কের বাশুরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্রী বিউটি কাউখালী সদর ইউনিয়নের চরবাশুরি গ্রামের কৃষক হারুন হাওলাদারের মেয়ে। সে কাউখালী শহরের ইসলামী কমপ্লেক্স আলিম মাদরাসার চতুর্থ শ্রেনীর ছাত্রী। মেয়েটি ওই সড়ক দিয়ে হেটে গ্রামের বাড়ি ফিরছিল। পুলিশ ঘটনাস্থল হতে ঘাতক বাসটি আটক করেছে। বাস চালক পলাতক।
থানা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাগেছে,ঢাকাগামী পরিবহন বাস হানিফ পরিবহন(নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০৮১৭)কাউখালী বাস স্টা- থেকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ৮টা ৪০ মিনিটে বাসটি  কাউখালী-ঝালকাঠি আঞ্চলিক সড়কের বাশুরি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমকে সাইড দিতে গিয়ে সড়কে হেটে আসা বিউটি আক্তারকে চাপা দেয়। এসময় বামের চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনস্থলে নিহত হয়।
বিক্ষুব্দ গ্রামবাসি ঘাতকবাটিকে ধাওয়া করে আটক করে ভাংচুর করে। এসময় বাস চালক পালিয়ে যায়। পুলিশ থবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বিউটির লাশ উদ্ধার করে । পুলিশ ঘাতক বাসটি জনতার কবল হতে উদ্ধার করে আটক করে পুলিশ।
এঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

     কাউখালীতে মেধাবী ও কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী

শনিবার স্থানীয় মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাদ্রমিক স্তরের ৫০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়
অনুষ্ঠানে কাউখালী উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনফাউন্ডেশনের চেয়ারম্যান কে.এম আব্দুল করিমের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেযারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, থানার অফিসার ইনচার্জ মোঃ সুলতান মাহমুদ, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপদেষ্টা সাদিয়া করিম, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশদি মিল্টন, সমাজে সেবক আবদুল লতিফ খসরু,উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নিরব মল্লিক প্রমুখ
ঈদ পূনর্মিলনী  অনুষ্ঠানের পরে ৫০জন মেধাবী ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়এসময় তাদের পবিত্র কোরান শরীফ, ফুল ও অভিধান উপহার সামগ্রী তুলে দেয়া হয়