সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

কাউখালীতে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে মামলা 

অভিযুক্ত ধর্ষক পালাতক

পিরোজপুরের কাউখালীতে ৬ বছরের একটি শিশুকে ধর্ষনের অভিযোগে ঘটনার সাত দিন পরে ধর্ষিতার পরিবার মোরসালিন (১৯) নামে এক বখাটে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধষর্ক পলাতক। নির্যাতিত শিশুটির পরিবার স্থানীয়ভাবে কতিপয় প্রভাবশালী এ ধর্ষন ঘটনার বিচার করার নামে সময়ক্ষেপন করে। ভূক্তভোগী পরিবারটি বিচার না পেয়ে রবিবার দিবাগত রাতে  নির্যাতিত শিশুটির  মা মরিয়ম বেগম বাদী হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে কাউখালী থানায়  মামলা দায়ের করেছে। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের মো. মাসুদুর রহমানের বখাটে ছেলে। সে স্থানীয় নেছারিয়া সিনিয়র মাদরাসার ছাত্র। 
থানা ও মামলার বিবরনে জানাগেছে, গত ২১ এপ্রিল সোমবার বিকালে কাউখালী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের জাকির হোসেনের ছয় বছরের শিশু কন্যা প্রতিদিনের  প্রাইভেট পড়ার জন্য পার্শবর্তী একটি কিন্ডারগার্টেনে যায়। সেখানে শিশুটি শ্রেণী কক্ষে তখন একাই অন্য শিক্ষার্থী ও শিক্ষকের অপেক্ষা করছিল। শিশুটিকে শ্রেণী কক্ষে  গেলে তাকে একা পেয়ে একই  গ্রামের মাসুদুর রহমানের বখাটে ছেলে মাদরাসা ছাত্র মোরসালীন শিশুটিকে শ্রেণী কক্ষে আটকে জোরপূর্ব করে ধর্ষন করে। একপর্যায় রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশুটিকে সেখানে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পাঠায়।
পরে এলাকার কয়েকজন প্রভাবশালী  বিষয়টি মিমাংসার কথা বলে সময় ক্ষেপন করে। ভূক্তভোগী পরিবার বিচার না পেয়ে রবিবার রাতে শিশুটির পরিবার ধর্ষক মোরসলীনকে আসামী করে কাউখালী থানায় মামলা দায়ের করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সুলতান মাহমুদ সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুটির পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাক্তারী সনদের জন্য শিশুটিকে পিরোজপুর সিভিল সার্জণ কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্ত বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কাউখালীতে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে ২৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশসোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই  শাহজাহান  ও এ এসআই জলিল পৃথক পৃথক  অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের হাবিবুর রহমান খার ছেলে তোফাজ্জেল হোসেন এবং দাসেরকাঠী গ্রামের জেন্নাত আলীর ছেলে মিজানুর রহমান কে পুলিশ আটক করে

এসময় তাদের কাছে ১০০ গ্রাম ও ১৫০ গ্রাম গাজা পাওয়া যায়তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে দুটি নিয়মিত মামলা হয়েছেউভয়কে কোর্টে পাঠানো হয়েছেওসি মো. সুলতান হোসেন  জানান এরা দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী

শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

কাউখালীতে “প্রশান্তির পরশ ও কিছুক্ষন” উদ্বোধন

কাউখালী(পিরোজপুর)
কাউখালী  সদর ইউনিয়ন পরিষদের সম্মুখে কাউখালী ইউনিয়ন পরিষদের  উদ্যোগে এবং , মোসলেম আলী খান ফাউন্ডেশনের সহযোগীতায়  মরহুম আফতাব উদ্দিনের স্বরনে হতদরিদ্র, বিধবা,বয়স্ক,প্রতিবন্ধি,পঙ্গু মাতৃত্ব কালীন ভাতাভোগীদের বিশ্রামাগার” কিছুক্ষন“ ও বীর মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কান্ডার  আঃ হাই পনা  স্বরণে  ফোয়ারা “ প্রশান্তির পরশ”  এর ফলক উম্মোচন করে  উদ্বোধন ঘোষনা করেন মোসলেম আলী খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারমান  রেজাউল করিমের সহ ধর্মিনি  সাদিয়া করিম । এ সময় উপ¯িহত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান  কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, মোসলেম আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান  কে,এম আব্দুল করিম খান সহ কাউখালী উপজেলার গর্নমান্য ব্যক্তি বর্গ। #

বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

সাতুরিয়ায় রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের

কলেজের উদ্বোধন



কাউখালী উপজেলার পাশ্ববর্তী  প্রত্যন্ত অঞ্চল জালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়ায় ইঞ্জিনিয়ার এ,কে,এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় ফলক উম্মোচন করে কলেজটির উদ্বোধন ঘোষনা করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: সাখাওয়াত হোসেন। পরে কলেজের সভাপতি কে,এম আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহাবুবা আক্তার। বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সহ ধর্মিনি সাদিয়া করিম, তার মেয়ে রুকাইয়া করিম, কারিগরি বোর্ডের কর্মকর্তা সুলতান হোসেন, ঝালকাঠি প্রেসকাবের নব নির্বাচিত সাধারন সম্পাদক আক্কাস সিকদার, সাতুরিয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান, মোসলেম আলী খান ফাউন্ডেশনের সিও রিয়াজুল ইসমলাম বাচ্চু ও কলেজের ভারপ্রাপ্ত অধ্য আ: রাজ্জাক সিকদার। প্রসঙ্গত চলতি শিা বর্ষে কলেজটি নবম শ্রেনীতে ৪১ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। #

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪


কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের আলোচনা সভা


কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার আয়োজনে তৃনমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরন কর্মসুচীর স্থানীয় সরকার শক্তিশালীকরনে নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও তৃনমুল নারীদের ভুমিকা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়
উপজেলা পরিষদ সভা কক্ষে  সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে আলোচনা সভা  প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা  প্রশাসক এস,এম, শামীমুল হক সিদ্দিকীবক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এস আহসান কবীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হাসান হাবিব,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, মহিলা পরিষদের কেন্দ্রীয় আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার, কেন্দ্রীয় প্রকল্প সমন্বয়কারী খোদেজা আকতার নাজমা,আমড়াজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান  কৃষ্ণ লাল গুহ, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, সাধারন সম্পাদক সুনন্দা সমাদ্দার কাউখালী প্রেস ক্লাব এর  সভাপতি কামরুজ্জামান খান ,ইউপি সদস্য শিরিন বেগম, রোকসনা বিনু প্রমুখ


শনিবার, ৫ এপ্রিল, ২০১৪


কাউখালীতে কৃষক সমিতির পিরোজপুর জেলা সম্মেলন



কৃষি বাচাঁও, কৃষক বাচাঁও, দেশ বাঁচাও এ বক্তব্য সামনে রেখে গতকাল শনিবার বাংলাদেশ কৃষক সমিতি পিরোজপুর জেলা সম্মেলন জেলার কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ছয় উপজেলা ও জেলা কৃষক সমিতির নেতৃবৃন্দ  অংশ নেন।
বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মো. সোহরাব হোসেন কাউখালী শহরের পুরাতন হাসপাতাল মাঠে জেলা সম্মেলনের উদ্বোধন করেন।
পরে সম্মেলনস্থল হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
সম্মেলনে পিরোজপুর জেলা কৃষক সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট পরিতোষ সমদ্দারের সভাপতিত্বে বক্তব্য দেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, পিরোজপুর জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ডা. তপন কুমার বসু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার পাইক, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের জেলা সভাপতি কমরেড নিমাই মন্ডল, কমিউনিষ্ট পার্টির কাউখালী সভাপতি ইউপি চেয়ারম্যান কমরেড কৃষ্ণ লাল গুহ, কৃষক নেতা আবুল বাশার, পরিতোষ মিস্ত্রী, জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক অভিজিৎ মন্ডল, তানভীর লিমন প্রমুখ। সম্মেলনে অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার কে সভাপতি ওমোঃহামিদ কে সাধারন সম্পাদক কওে ২৫ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা বাংলাদেশ কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।শেষে গণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।
 সম্মেলনে বক্তারা বলেন, স্বাধীনতার ৪২ বছরেও কৃষকদের সমস্যার সমাধান ও উন্নয়নে কোন সরকারই কার্যকর পদপে গ্রহন করেনি। বর্তমান সরকার ও বিরোধী দলের সমালোচনা করে বক্তারা বলেন, তারা মতায় যাবার জন্য আজ প্রতিযোগীতায় লিপ্ত রয়েছে। জনগনের জন্য তারা কাজ করছেনা। তারা কাজ করছে নিজেদের স্বার্থের জন্য। আজকে পোষাক শ্রমিকদের উপর নির্যাতন নিপিড়ন হচ্ছে। কৃষকরা তাদের পণ্যের ন্যার্যমূল্য পাচ্ছেনা। এ বিষয়ে সরকারের কোন মাথা ব্যাথা নেই। বিরোধী দল হরতাল দিয়ে জ্বালাও-পোড়াও করে দেশের সর্বনাশ করছে। এমন বৃত্ত থেকে সরকারী ও বিরোধী দলকে বেড়িয়ে আসার আহবান জানানো হয়