পিরোজপুরের কাউখালীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম
(পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিশু মেলা শুরু
হয়েছে। শনিবার (৩০নভেম্বর) সকাল ১০টায় সরকারি কে,জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
মিলনায়তনে মেলার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির
হোসেন।
এর আগে মেলা উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি
বের করা হয়। সরকারি বালক বিদ্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলাস্থলে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা’র
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের
মহাপরিচালক মো. জাকির হোসেন,উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বরিশাল
বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমিরুল আজম,ঝালকাঠী জেলা তথ্য
অফিসার মো. রিয়াদুল ইসলাম,পিরোজপুর জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম,
পটুয়াখালী জেলা তথ্যঅফিসার অনিমেষ কান্তি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার
কিরন চন্দ্র রায় প্র্রমুখ ।মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পেয়েছে। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শুরু হওয়া দুই দিনব্যাপী এ শিশু মেলা রবিবার শেষ হবে।