বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু



পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে মো. মাহী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামে বুধবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

মো. মাহী উপজেলার কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের স্কুল শিক্ষক মাহামুদ হোসেন চন্নুর ছেলে।


মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহী মায়ের সঙ্গে ঈদ করতে রবিবার সয়না রঘুনাথপুরের বান্নাকান্দা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুর ১টার শিশু মাহী বাড়ির সামনে খেলা করার সময় সবার অগোচরে বেতকা খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশু মাহীকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত পিরোজপুর সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

কাউখালীর প্রধান ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়


কাউখালীতে পবিত্র ঈদুল-আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয়  ঈদগাহে  অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা পরিষদ।  ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিঞা মনু রাতে  ঈদগাহ ময়দানের প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করেছেন এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচারজ মো, কামরুজ্জামান তালুকদার,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, জেপির সাধারন সম্পাদক শাহ আলম নসু।



ডেঙ্গু সচেতনতায় মাঠে কাউখালী আওয়ামীলীগ

ডেঙ্গুসচেতনতায় মাঠে নেমেছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।রবিবার (১১আগস্ট) সকালে মুজিব চত্বর এলাকা থেকে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা উদ্ধোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা ইসাহাক আলী খান পান্না।

এ সময়  সোনালী ব্যাংক এলাকা,থানা রোড, উপজেলা চত্বরের আশপাশে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগে সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ মোঃ কাইউম, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট এমডি আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক লাইকুজ্জামান মিন্টু, যুবলীগের যুগ্ন- আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, মাহফুজুর রহমান শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিছাদ হোসেন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমূখ।
ডেঙ্গু সচেতনতায় প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় ইসাহাক আলী খান পান্না বলেন, দেশে ডেঙ্গু প্রকোপ দেখা দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণমানুষের জন্য রাজনীতি করে। তাই জনগণের পাশে সবসময় দলটির নেতাকর্মীরা থাকবেন।

শনিবার, ১০ আগস্ট, ২০১৯

কাউখালী হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য ২৫টি কিট প্রদান করেছেন।

শনিবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো.ছিদ্দিকুর রহমানের নিকট কিট গুলো হস্তান্তর করেছেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো.জাহাঙ্গীর হোসেন, ডা. মো. মাছুম বিল্লাহ, ডা.নাইম ফেরদৌস, ডা. মো. ফাহাদ হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলায় ডেঙ্গু জ্বর বা স্বাস্থ্যসেবা বিষয়ে এলাকার সংসদ সদস্য নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। পিরোজপুর-২ আসনের কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী উপজেলায় জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিনা তা দ্রুত পরীক্ষার জন্য ব্যক্তিগত উদ্যোগে তিনি ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট পাঠিয়েছেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ কাউখালী বাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

কাউখালীর অসুস্থ লেখিকা আফরোজা মুন্নির চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের মেধাবী লেখিকা আফরোজা মুন্নির চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করেছে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আবু সাঈদ মিঞা মনু।

বুধবার(৭আগস্ট) দুপুরে তার কার্যালয়ে লেখিকা মুন্নির এ আর্থিক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ আকন, প্রভাষক জগদীশ কুন্ডু।

লেখিকা মুন্নি মস্তিষ্ক টিউমারে আক্রান্ত হলে ২০১২ সালে ব্রেন টিউমারের অপারেশন করান আফরোজা। কিন্তু পুরোপুরি অসুস্থ হয়ে ওঠা আর হয়নি তার। একের পর এক নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকেন মুন্নি। তার চিকিৎসা করতে দরিদ্র পরিবার নি:স্ব। চিকিৎসা খরচ যোগাতে কলম ধরলেন মুন্নি। এই সংবাদটি কয়েকটি সংবাদপত্রে সম্প্রতি প্রকাশিত হওয়ায়র পর কাউখালী উপজেলা পরিষদের  চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র নজরে আসলে অসুস্থ আফরোজা মুন্নিকে চিকিৎসা সহায়তা দেন তিনি।

কাউখালীতে ছাত্রলীগের ডেঙ্গু ও গুজব রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন


পিরোজপুরের কাউখালীতে  বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কাউখালী মহাবিদ্যালয় শাখার  উদ্যোগে ডেঙ্গু ও গুজব রোধে বুধবার সকালে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের মধ্যে  সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে।

সরকারি কাউখালী মহাবিদ্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো.রাজু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.রিছাদ হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিতু প্রমুখ।
বক্তরা বলেন, আমরা মানুষকে সচেতন করতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট তৈরি করেছি। সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি প্রতিটি ছাত্র-ছাত্রীদের মধ্যে লিফটেল বিতরণের মাধ্যমে তাঁদের পরিবারকেও আমারা সচেতন করছি। আমাদের এই সচেতনমূলক কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে।ক্যান্সারে আক্রান্ত আফরোজা মুন্নিকে সাহায্য আর্থিক সহায়তা প্রদান

সোমবার, ৫ আগস্ট, ২০১৯

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা


আবেগঘন পরিবেশে পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইসরাত জাহানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন কাউখালী উপজেলা পরিষদ । সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে  এ সংবর্ধনার আয়োজন করে।

উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভুমি) মো.রফিকুল হক,ওসি মো.কামরুজ্জামান তালুকদার,ভাইস-চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন,ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকো শাহীন চৈতী, উপজেলা জাতীয় পার্টির জেপি’র সাধারন সম্পাদক শাহ আলম নসু,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা স্বাস্থ্যও পঃপঃ কর্মকর্তা ডা.ছিদ্দিকুর রহমান,মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার,সরকারি কাউখালী মহাবিদ্যালযের প্রভাষক রবীন মূখোপাধ্যায়,কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু,উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার প্রমূখ।