বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

কাউখালীতে বাইসাইকেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।বুধবার সকালে পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন শ্মশান কমিটি কাউখালী উপজেলা শাখা উদ্যোগে এ প্রচারণা চালানো হয়।

উপজেলার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে মদনমোহন জিউর আখরাবাড়ি মাঠে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে, অধ্যক্ষ অলোক কর্মকার, তপন কুণ্ড, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন আইচ, বিমল তালুকদার, অনুপ কুণ্ডু, পরিতোষ সমাদ্দার, রিপন পাটিকর প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

কাউখালীতে হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়ে গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর চরমোনাই মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীক পেয়ে গনসংযোগ ও মতবিনিময়সভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন ।

সোমবার প্রতীক বরাদ্ধ পাওয়ার পরই তিনি কাউখালীর বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময় করেন এবং  হাতপাখা মার্কার ভোট প্রার্থনা করেন।
সোমবার পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন প্রতীক বরাদ্দ ঘোষনা করেন।
প্রতীক বরাদ্দ পেয়েই হাতপাখা প্রতীক নিয়ে কাউখালীর শিয়ালকাঠীর পাঙ্গাসিয়া বাজার, চৌ-রাস্তা,গাজীর হুলা বাজার,চিরাপাড়ার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এম.পি প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ নেতাকর্মীরা।