রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন

 কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদে দুর্যোগ ব্যাবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং কাউখালী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ বিতরণ করা হয়।  এ  সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম দু’টিপরিবারের মাঝে কম্বল, চাল , ডাল, সয়াবিন তেল,লবন, মুড়ি,চিড়া বিতরন  করেন ।

এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমের পাশে দাড়ালেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার। রবিবার সকালে কাউখালী থানার সম্মুখে আগুনে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত )মোঃ ফরিদ হোসেন।
উল্লেখ্য,শনিবার বিকেলে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং  অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে গেছে। গতশনিবার দুপুর তিনটার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

কাউখালীর সাবেক ইউপি সদস্য মোস্তফা মোল্লা আর নেই

কাউখালী হাসপাতাল রোড নিবাসী সাবেক ইউপি সদস্য এবং মেহেদী হাসান সোহাগ ও উজ্জ¦লের পিতা মোঃ গোলাম মোস্তফা মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.........রাজেউন)।সোমবার(১২নভেম্বর)রাত ১১টার দিকে নিজ বাস ভবনে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।তিনি স্ত্রী ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

কাউখালীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালীতে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি, কেক কাটা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে দলীয় কার্যালয়ে কাউখালী উপজেলা যুবলীগের আহবায়ক মতিয়ার রহমান তালুকদার হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, মঞ্জুরুল মারুফ পিয়াল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ডা. ইউনুস খান, হাফিজুর রহমান হাফিজ, সবুর খান, ডালিম মাতুব্বর প্রমূখ।

কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে কাউখালী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান।
রবিবার দুপুরে কাউখালী উপজেলা  নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খলিলুর রহমান খলিল, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপির যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু,  জেপি নেতা সাবেক ইউপি সদস্য বজলুর রহমান নান্নু, যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু, জেপি রাজু আহম্মেদ, জেপি নেতা নেপাল চন্দ্র দে, কেন্দ্রীয় যুবসংহতির ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, সাংগঠনিক সম্পাদক আহসান কবীর ডাকুয়া, সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিত কুন্ডু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহিদ ডাকুয়া, মঞ্জু সেনার নাহিদ বাচ্চু,  মৎস্য পার্টির সভাপতি আ. ওয়াদুদ, কৃষক পার্টির সভাপতি হারুন আর রশীদ যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম খান, মহিলা পার্টির আফরোজা সনু, শাহিদা জেসমিন, শিরিন বেগম, আকআরুন নেহার রেবা, বেবী বেগম, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ, সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ন আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।