বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

কাউখালীতে বাইসাইকেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।বুধবার সকালে পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন শ্মশান কমিটি কাউখালী উপজেলা শাখা উদ্যোগে এ প্রচারণা চালানো হয়।

উপজেলার শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে মদনমোহন জিউর আখরাবাড়ি মাঠে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে, অধ্যক্ষ অলোক কর্মকার, তপন কুণ্ড, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন আইচ, বিমল তালুকদার, অনুপ কুণ্ডু, পরিতোষ সমাদ্দার, রিপন পাটিকর প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

কাউখালীতে হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়ে গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর চরমোনাই মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীক পেয়ে গনসংযোগ ও মতবিনিময়সভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন ।

সোমবার প্রতীক বরাদ্ধ পাওয়ার পরই তিনি কাউখালীর বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে কুশলবিনিময় করেন এবং  হাতপাখা মার্কার ভোট প্রার্থনা করেন।
সোমবার পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন প্রতীক বরাদ্দ ঘোষনা করেন।
প্রতীক বরাদ্দ পেয়েই হাতপাখা প্রতীক নিয়ে কাউখালীর শিয়ালকাঠীর পাঙ্গাসিয়া বাজার, চৌ-রাস্তা,গাজীর হুলা বাজার,চিরাপাড়ার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এম.পি প্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ নেতাকর্মীরা।

রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন

 কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে কেন্দ্রীয় শ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদে দুর্যোগ ব্যাবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং কাউখালী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে ত্রাণ বিতরণ করা হয়।  এ  সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম দু’টিপরিবারের মাঝে কম্বল, চাল , ডাল, সয়াবিন তেল,লবন, মুড়ি,চিড়া বিতরন  করেন ।

এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগমের পাশে দাড়ালেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার। রবিবার সকালে কাউখালী থানার সম্মুখে আগুনে ক্ষতিগ্রস্থ দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত )মোঃ ফরিদ হোসেন।
উল্লেখ্য,শনিবার বিকেলে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং  অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি আগুনে আংশিক পুড়ে গেছে। গতশনিবার দুপুর তিনটার দিকে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

কাউখালীর সাবেক ইউপি সদস্য মোস্তফা মোল্লা আর নেই

কাউখালী হাসপাতাল রোড নিবাসী সাবেক ইউপি সদস্য এবং মেহেদী হাসান সোহাগ ও উজ্জ¦লের পিতা মোঃ গোলাম মোস্তফা মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.........রাজেউন)।সোমবার(১২নভেম্বর)রাত ১১টার দিকে নিজ বাস ভবনে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।তিনি স্ত্রী ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

কাউখালীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালীতে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি, কেক কাটা ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে দলীয় কার্যালয়ে কাউখালী উপজেলা যুবলীগের আহবায়ক মতিয়ার রহমান তালুকদার হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, মঞ্জুরুল মারুফ পিয়াল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ডা. ইউনুস খান, হাফিজুর রহমান হাফিজ, সবুর খান, ডালিম মাতুব্বর প্রমূখ।

কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে কাউখালী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান।
রবিবার দুপুরে কাউখালী উপজেলা  নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খলিলুর রহমান খলিল, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপির যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু,  জেপি নেতা সাবেক ইউপি সদস্য বজলুর রহমান নান্নু, যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু, জেপি রাজু আহম্মেদ, জেপি নেতা নেপাল চন্দ্র দে, কেন্দ্রীয় যুবসংহতির ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, সাংগঠনিক সম্পাদক আহসান কবীর ডাকুয়া, সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিত কুন্ডু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহিদ ডাকুয়া, মঞ্জু সেনার নাহিদ বাচ্চু,  মৎস্য পার্টির সভাপতি আ. ওয়াদুদ, কৃষক পার্টির সভাপতি হারুন আর রশীদ যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম খান, মহিলা পার্টির আফরোজা সনু, শাহিদা জেসমিন, শিরিন বেগম, আকআরুন নেহার রেবা, বেবী বেগম, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ, সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ন আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।

বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

কাউখালীতে আওয়ামীলীগ নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

কাউখালীতে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরাজুড়ি ইউনিয়নের  সকল পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক  উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টনএবং  সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু বিভিন্ন মন্দিরে অনুদানের টাকা  বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ এবং কৃষকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের নেতারা বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে নৌকার কোন বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগের আমলেই এ দেশের হিন্দুরা মহা আনন্দে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। তারা আরো বলেন,শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ দারিদ্রতা দূর হয়েছে।মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। দেশে বিত্তশালী লোকের সংখ্যা বেড়েছে। শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। উন্নয়নের যে কর্মযজ্ঞ চলমান তা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

কাউখালীতে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্বোধন

সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধির জীবনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাউখালীতে বুধবার অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলে উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, শিক্ষানুরাগী আব্দল লতিফ খসরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমূখ।
উল্লেখ্য, সমাজের অবহেলিত অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিদের জন্য উপজেলার চিরাপাড়ায় ২০১৬ গড়ে তোলা হয়েছে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়। প্রথমে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও মাত্র দুই বছরের ব্যবধানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতাধিক। এখন কাউখালী উপজেলা সদরে সন্ধ্যা নদীর তীরে নিজস্ব জমির উপর নির্মিত হয়েছে এ বিদ্যালয়টি।

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

কাউখালীতে মন্দিরে দুঃস্থ কল্যাণ সংস্থার অনুদান ও শাড়ি বিতরণ

কাউখালীতে মঙ্গলবার বিকালে উপজেলা  জাতীয় পার্টিও কার্যালয়ে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে,এস)এর উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৩৮টি মন্দিরে অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃকামরুজ্জামান তালুকদার,উপজেলা জেপির সাধারন সম্পাদক শাহ আলম নসু, দুঃস্থ কল্যাণ সংস্থার  উপদেষ্ঠা এম.এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন,যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু,বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে,জেপি’সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য নেপাল চন্দ্র দে,ইউনিয়ন জেপির সাধারন সম্পাদক শাজাহান মোল্লা, শংকর বসু,বাসুদেব বিশ^াস,মনিন্দ্র নাথ মিস্ত্রী,মৃনাল দাস প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে যুব সংহতীর সাধারন সম্পাদক নুরুজ্জামান মনু,জেপি নেতা শেখ লিটন, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারন সম্পাদক শিরিন বেগম,উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ, সদস্য সচিব  শামীম হোসেন,যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন ছাড়াও সকল মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল প্রতিকে ভোট প্রদানে সকলের প্রতি আহবান জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করেন।

বুধবার, ১ আগস্ট, ২০১৮

বঙ্গবন্ধুর সমাধিতে কাউখালীতে নবগঠিত ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

সংবাদদাতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইউনুস খান, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান রুজবেল,সয়না রঘুনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওবাইদুল রহমান হিরন ও  সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,আমরাজুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.ডালিম মাতুব্বর সাধারন সম্পাদক মোঃ জহির ,কাউখালী সদও ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান,সাধারন সম্পাদক মেহেদী হাসান দোহা,চিরাপারা-পারসাতুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সবুর খান ,সাধারন সম্পাদক মোঃ মারুফ খান,শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোহাম্মদ আলী ও সাধারন সম্পাদক মোঃ পারভেজ মল্লিক (লাভলু)সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

চিরাপাড়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন

প্রতিনিধি

কাউখালী চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন  আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ২৭জুলাই শুক্রবার চিরাপাড়া জে,এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. সবুর খান কে সভাপতি ও মোঃ মারফ খানঁ কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেওয়া হয়।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক সবুর খানের  সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম। সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন আর রশীদ লাভলু যুগ্ন-সাধারন সম্পাদক  কাজী মাসুদ ইকবাল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,  উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইউনুস খানসহ  ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।