শনিবার, ১ এপ্রিল, ২০১৭

        রতন সভাপতি,অলোক সাধারন সম্পাদক

কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

রবিউল হাসান রবিন,কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা

উৎসবমূখর পরিবেশে কাউখালী উপজেলার উত্তর বাজার ব্যবসায়ী  সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১এপিল) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা  পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে  ভোট গ্রহন করা হয়। নির্বাচনে সভাপতি রেজাউল করিম রতন এবং অলোক কর্মকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসের তত্বাবধানে কঠোর পুলিশী নিরাপত্তায় উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী  সমিতির নির্বাচন। স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে ভোট  গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচনে  মোট  ভোটার সংখ্যা ছিল ৪৯৯, যার মধ্যে ৪৮৫জন ভোটার ভোট প্রদান করে।

সভাপতি সম্পাদকসহ ৪ টি পদের বিপরীতে ১০ জন  প্রার্থী সরাসরী প্রতিদ্বন্দিতায় অংশ গ্রহন করে। নির্বাচনে সভাপতি পদে মোঃ রেজাউল করিম রতন চেয়ার প্রতীকে ৩১৭ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছে। অপর দু’প্রার্থী বিপুল সাহা মাছ   প্রতীকে ৮৩এবং শাহ মোঃ কাইউম ছাতা প্রতীকে ৮৩ ভোট পেয়েছে।
সাধারন সম্পাদক পদে অলোক কর্মকার মই প্রতীকে ২০৫  ভোট  পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দি প্রার্থী জাকির হোসেন নসু ফুটবলপ্রতীকে  পেয়েছে ১৮৩ভোট,সজল দত্ত কাপ-পিরিচ প্রতীকে পেয়েছে ৯০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে  মোঃ জাকির হোসেন দোয়াত-কলম প্রতীকে ৩১৯  ভোট  পেয়ে বিজয়ী হয়েছে।  প্রতিদ্বন্দি প্রার্থী শুভ কর্মকার টিউবয়েল  প্রতীকে  পেয়েছে ১৬৩ ভোট।
প্রচার সম্পাদক পদে নিরাঞ্জন মন্ডল উড়োজাহাজ প্রতীকে ২৬৩ ভোটে নির্বাচি হয়েছে। প্রতিদ্বন্দিমোঃ আল-আমিন রাজা টেলিফোন  প্রতীকে  পেয়েছে ২১৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে বাদল দেবনাথ, দপ্তর সম্পাদক পদে অলিউর রহমান খোকন, ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান লিমন, সাংস্কৃতিক সম্পাদক পদে পার্থ প্রতিম সমদ্দার, সমাজসেবা সম্পাদক পদে আহসান হাবিব সিদ্দিক বিনা  প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।