বুধবার, ২২ মার্চ, ২০১৭
জেলেকে জরিমানা
পিরোজপুরের কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে জাটকা ইলিশ ধরার দায়ে এক জেলেকে পাঁচশত টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন।জরিমানাকৃত জেলের নাম রাজু আহমেদ(২১)।সে উপজেলার ধাবরী গ্রামের লতিফ সরদারের ছেলে।
কাউখালীতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাউখালী থানা পুলিশ,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন ও ক্যাব এর বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।জানাগেছে,কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এবং আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন,২০০৯ এর বিভিন্ন অপরাধে খান স্টোর,মানিক স্টোর,প্রিয়াংকা হোটেল, বিসমিল্লাহ হোটেল,আল-আমিন হোটেল এবং মিজান বেকারীসহ ছয়টি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার, ১৯ মার্চ, ২০১৭
কাউখালীতে চার দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত
পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার রবিবার(১৯ মার্চ) বিকেলে সমাপ্ত হয়েছে।উপজেলা পরিষদ মাঠে পিরোজপুর- গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কাউখালী কৃষি অফিসের আয়োজনে মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সিকদার প্রমুখ।
এ মেলায় কৃষি পণ্য ও উপকরণসহ ১৬টি স্টল অংশ নেয়। এ মেলায় ৫৮ জন কৃষক-কৃষানীকে পুরুস্কৃত করা হয় । উল্লেখ্য, গত বৃহস্পতিবার( ১৬ মার্চ )চার দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
কাউখালী কলেজ মাঠে দর্শকদের মন মাতাবেন
তানভীর তারেক ও তার সঙ্গীরা
রবিউল হাসান রবিন।।কাউখালী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপলক্ষে বৃহস্পতিবার(১৬ মার্চ) বিকেলে কলেজ মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে। কলেজের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মনজু এম,পি।
বিকেলেকনসার্টে অংশ নিবেন এ সময়ের প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী, মিউজিক কম্পোজার তানভীর তারেক ।
একটি গন্ধমের লাগিয়া..., গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান....., সাধের লাউসহ জনপ্রিয় গানের গায়ক পপশিল্পী জানে আলম ।
হাল আমলের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন সহ দেশের বিখ্যাত কন্ঠ শিল্পীরা।
তানভীর বাংলাদেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিক। একইসঙ্গে ইত্তেফাকের বিনোদন বিভাগের প্রধান। বাংলাদেশের বিখ্যাত সব কন্ঠশিল্পীরা তার সুরে গান করেছেন। বেশ কয়েকটি এ্যালবাম বের হয়েছে তার। বেশ কয়েকটি সিনেমার জন্যও গান কম্পোজ করেছেন তানভীর। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় টিভি শোর উপস্থাপক। একুশে টিভিরঅন্যতম শো মিডিয়া গসিপও তিনি উপস্থাপনা করেন।
একটি গন্ধমের লাগিয়া..., গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান....., সাধের লাউসহ জনপ্রিয় গানের গায়ক পপশিল্পী জানে আলম ।
হাল আমলের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন সহ দেশের বিখ্যাত কন্ঠ শিল্পীরা।
তানভীর বাংলাদেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিক। একইসঙ্গে ইত্তেফাকের বিনোদন বিভাগের প্রধান। বাংলাদেশের বিখ্যাত সব কন্ঠশিল্পীরা তার সুরে গান করেছেন। বেশ কয়েকটি এ্যালবাম বের হয়েছে তার। বেশ কয়েকটি সিনেমার জন্যও গান কম্পোজ করেছেন তানভীর। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় টিভি শোর উপস্থাপক। একুশে টিভিরঅন্যতম শো মিডিয়া গসিপও তিনি উপস্থাপনা করেন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)