পিরোজপুরে বেকুটিয়া সেতু প্রস্তাবিত স্থানে নির্মাণের দাবি মানববন্ধন ও সমাবেশ অব্যাহত
পিরোজপুরের কাউখালীর কচা নদীর বেকুটিয়া-কুমিরমারা পয়েন্টে প্রস্তাবিত ‘চীন-বাংলাদেশ ৮ম মৈত্রী
বেকুটিয়া সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে কাউখালীতে এলাকাবাসির উদ্যোগে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাউখালী বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহা-সড়কে প্রায় দু’ কিলোমিটার দীর্ঘ ঘন্টাব্যাপী মানবন্ধনে উপজেলার সর্বস্তরের সহ¯্রাধিক জনতা অংশ নেন।
মানববন্ধন শেষে বেকুটিয়া বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সুনিল কুন্ডু, ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, জেলা ইউনাইটেড কমিউনিস্ট পার্টিও সাধারন সম্পাদক কমরেড নিমাই মন্ডল, শিক্ষক নেতা গৌতম কুমার দাস, জেপি নেতা প্রভাষক হারুন আর রশীদ, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, প্রমুখ।
বক্তারা করেন, বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-বাগেরহাট-মংলা-খুলনা মহাসড়কের কঁচা নদীর ওপর প্রায় ১ হাজার ৪৮০ মিটার দীর্ঘ ‘চীন-বাংলাদেশ ৮ম মৈত্রী
সেত’ু নির্মাণে ৩শ’ মিলয়ন ইউয়ান-এর একটি অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে গত৭ এপ্রিল বৃহস্পতিবার। হঠাৎ করে বিশেষ কোন মহল বেকুটিয়ার প্রস্তাবিত স্থানের ওই সেতু স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।
বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় নির্মাণের দাবি জানিয়ে বক্তারা বলেন, এর কোন ব্যত্যয় ঘটলে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।