বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

                                                       প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষ
                                       কাউখালীর মানিক মিয়া কিন্ডার গার্টেনে শতভাগ পাস
শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে অবস্থিত মানিক মিয়া কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা। ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে ১৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উল্লাসে মেতে ওঠেন। জিপিএ-৫ প্রাপ্ত এক পরীক্ষার্থী মালিহা হাসান তৌফি জানান, আমাদের বিদ্যালয়ে আন্তরিক পরিবেশে পাঠ দেয়া হয়। আমার অভিভাবকও আমাকে উত্সাহ দিয়েছে। সে কারণে ফলাফল ভাল হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, সায়মা আক্তার অর্নি, মালিহা হাসান তৌফি, জিয়াদুল ইসলাম সৌরভ, মাশফি আফরোজ মারিয়া, মুশফিকা জামান উর্মি, ফারিন সুলতানা শ্রাবণী, অহনা মস্তরী পৃথা, মাইনুল হাসান সাফিন, কায়েসউজ্জামান রাফি, অনিক হাসান।
উল্লেখ্য, ১৯৮৬ সালে তত্কালীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী উপজেলায় মানিক মিয়া কিন্ডার গার্টেন প্রতিষ্ঠা করেন। সেই থেকে পিরোজপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেনের পরামর্শক্রমে বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি শিশুদের প্রাথমিক শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। এর রয়েছে সুপরিসর খেলার মাঠ, দক্ষিণমুখী দ্বিতল ভবন, পর্যাপ্ত আলো-বাতাসপূর্ণ শ্রেণিকক্ষ, প্রয়োজনীয় আসবাবপত্র ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী।
মানিক মিয়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খালেদা আক্তার জানান, প্রতিবছর আমাদের ভালো ফলাফলের জন্য বেশিরভাগ কৃতিত্ব শিক্ষকদের। শিক্ষার্থীরা বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি বাড়িতেও পড়াশুনা করে। বেশিরভাগ অভিভাবক শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন।সব মিলিয়ে আমাদের ফলাফল ভালো হয়।

শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

           কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বরণ



শিশুদের মানসিক বিকাশ ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়গামী শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা পরিষদ ও  সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায়  গতকাল শনিবার কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে  এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদ খান খোকনের সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে  বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, উপজেলা রিসোর্স সেন্টার ইন্টট্রাক্টটর আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু ও শিক্ষক লিটন কৃষ্ণ রায়, শিক্ষক আল-মামুন, অভিভাবক কাজী মাসুদ ইকবাল প্রমূখ।
পরে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের খাতা কলমসহ শিক্ষা উপকরণ দিয়ে  দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে শিশু শিক্ষার্থীরা  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩১টি জিপিত্র-৫সহ শতভাগ পাস অর্জন করে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব অর্জন করে।

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

                                         ছাত্রদল নেতা অনুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে 

                                                আলোচনা সভা ও দোয়া মাহফিল 



১জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচীতে যোগ দিতে গিয়ে পিরোজপুর থেকে ফেরার পথে সন্ত্রাসীদের হাতে নিহত উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুর রহমান অনুর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি গত শুক্রবার সন্ধ্যায় উত্তর বাজার দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফলি এর আয়োজন করেছে।
সভায় উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক এস,এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুজ্জামান মিয়া, কাফি চৌধুরী, বদরুদ্দোজা মিয়া, শেখ মিরাজ আহম্মেদ, গিয়াস উদ্দিন আলি, যুবদলের সভাপতি সায়েম উদ্দিন, আরিফুর রহমান রুবেল মন্জুরুল কবির পেয়ারু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সিরাজুল ইসলাম উজ্জল, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, জাহিদুর রহমান ফিরোজ, শারিফুল আজম সোহেল প্রমুখ।সভায় দ্রুত ছাত্রদল নেতা অনুর হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়।
উল্লেক্ষ্য ২০১১ সালের ১জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচীতে যোগ দিতে পিরোজপুরে ফেরার পথে সন্ত্রাসীদের হাতে দিনে দুপুরে প্রকাশ্যে অপহরন করে নিয়ে গিয়ে নির্মম ভাবে নির্যাতন করে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুর রহমান অনুকে হত্যার তি’বছরেও আসামী গ্রেফতার এবং বিচার হয়নি। ছাত্রদল নেতা তারিফুর রহমান অনু হত্যা মামলায় কোন আসামী গ্রেফতার না হওয়ায় তাদের পরিবার ও স্থানীয় নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।

                         কাউখালী বিপুল উৎসাহে বই  উৎসব


সারাদেশের মত পিরোজপুরের কাউখালী উপজেলায় উৎসব মূখর পরিবেশে শুরু হয়েছে বই উৎসব। শুক্রবার শিক্ষাপঞ্জি শুরুর প্রথম দিন সকাল নয়টা থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নত্নু বই তুলে দেয়া হয়েছে। রং-বেরঙের মলাটের নতুন বই হাতে  পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে উচ্ছসিত হতে দেখা  গেছে শিক্ষক ও অভিভাবকদের।
প্রাথমিক স্কুল পর্যায়ে কাউখালী উপজেলায় আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উৎসব ২০১৫  কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই  তুলে দিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. আমিনুর রশীদ মিল্টন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, শিক্ষা উদ্যোক্তা ও সমাজসেবক আঃ লতিফ খসরু, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ। উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে শিশুদের হাতে বই ছাড়া অন্য কিছু মানায়না। তাই সরকার বিনামূল্যে বই দিয়ে একটি শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষ্য হাতে নিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, নতুন বই নিতে  ভোর থেকেই বিদ্যালয়গুলোতে হাজির হয় ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ উৎসবে। এসময় নতুন বই হাতে  পেয়ে পাতা উল্টিয়ে বইয়ের  ঘ্রাণ নিতে  দেখা  গেছে শিক্ষার্থীদের।