সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

কাউখালীতে  ইউপি চেয়ারম্যান মিলটনকে গনসংবর্ধনা

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফায় নির্বাচিত  চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন  স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আয়োজনে ১১ দিনের মালয়েশিয়াসহ কয়েকটি দেশে সরকারী সফর শেষে নিজ এলাকায় প্রত্যাবর্তন করায় বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে  এলাকাবাসী।
 রবিবার বিকেলে কাউখালী সদও ইউনিয়নবাসীর উদ্যোগে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির মাঠে এই গনসংবর্ধনা  দেওয়া হয়।
ডাঃ আলী হোসেন এরসভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইসাহাক আলী খান পান্না।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মোঃ কাইয়ুম,অ্যাডভোকেট এম,এ আউয়াল,যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক অলোক কর্মকার,সাধারন সম্পাদক নাসির তালুকদার,বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম কুমার দাস,প্রাথমিক শিক্ষক সমিতির লিটন কৃষ্ণ কর,মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার,শ্রমিক লীগের সভাপতি আঃ মান্নান বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন,সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।এর আগে বরিশাল বিমান বন্দররে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পওে মাইক্রো- দু’শতাধিক মটরসাইকেল শোভাযাত্রা সহকাওে কাউখালীতে আসার পথে গাবখান ব্রীজ,রাজাপুর মেডিকেল মোড় এবং নৈকাঠীতে পথসভায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

                                        কাউখালীতে মুসলিম এইড-এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে 

                                                          সেলাই মেশিন ভ্যান ও গরু ছাগল বিতরন

কাউখালী উপজেলার শিয়ালকাঠীতে শুক্রবার সকালে  মুসলিম এইড বাংলাদেশ ভান্ডারিয়া শাখার উদ্যোগে দশজন হত দরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারকে স্বাবলম্বী করতে রিক্সা ভ্যান, সেলাইমেশিন,গরু ও ছাগল বিতরন করা হয়।
শিয়ালকাঠী চৌরাস্তায় বিতরনকালীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার।বক্তব্য রাখেন মুসলিম এইড শাখা ব্যবস্থাপক শাহীন ইসলাম,কর্মকর্তা মোঃকামাল হোসেন,ইউপি সদস্য আবুল বাশার সিকদার প্রমূখ।
বক্তরা বলেলেন মুসলিম এইড দারিদ্র বিমোচনে হতদরিদ্র মানুষের জীবিকায়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে।



সোমবার, ২ মে, ২০১৬

                                

                        বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় চাই, এর দাবিতে
                                 রাজপুরের নৈকাঠীতে মানববন্ধন

“বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় চাই” এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি বাসষ্ট্যান্ড সড়কে গতকাল সোমবার বিকাল ৫টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 বেকুটিয়া বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বেকুটিয়া সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ও কাউখালী উপজেলা আ‘লীগের সভাপতি এ্যাড.এম নুরুল হক, সদস্য সচিব ও উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান শাওন, সাংবাদিক রফিকুল ইসলাম, গৌতম কুমার দাস, শরিফুল আযম সোহেল, প্রমুখ।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬



পিরোজপুরে বেকুটিয়া  সেতু প্রস্তাবিত স্থানে  নির্মাণের দাবি মানববন্ধন সমাবেশ অব্যাহত


পিরোজপুরের কাউখালীর কচা নদীর বেকুটিয়া-কুমিরমারা পয়েন্টে প্রস্তাবিতচীন-বাংলাদেশ ৮ম মৈত্রী  বেকুটিয়া সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে কাউখালীতে এলাকাবাসির উদ্যোগে বৃহস্পতিবার  মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কাউখালী বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহা-সড়কে প্রায় দু কিলোমিটার দীর্ঘ  ঘন্টাব্যাপী মানবন্ধনে উপজেলার সর্বস্তরের সহ¯্রাধিক জনতা অংশ নেন
মানববন্ধন শেষে বেকুটিয়া বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সুনিল কুন্ডু, ইউপি চেয়ারম্যান  সিকদার মোঃ দেলোয়ার হোসেন, জেলা ইউনাইটেড কমিউনিস্ট পার্টিও  সাধারন সম্পাদক কমরেড নিমাই মন্ডল, শিক্ষক নেতা গৌতম কুমার দাস, জেপি নেতা প্রভাষক হারুন আর রশীদ, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, প্রমুখ
বক্তারা করেন, বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-বাগেরহাট-মংলা-খুলনা মহাসড়কের কঁচা নদীর ওপর প্রায় হাজার ৪৮০ মিটার দীর্ঘচীন-বাংলাদেশ ৮ম মৈত্রী  সেত নির্মাণে ৩শ মিলয়ন ইউয়ান-এর একটি অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে গত৭ এপ্রিল বৃহস্পতিবার হঠাৎ করে বিশেষ কোন মহল বেকুটিয়ার প্রস্তাবিত স্থানের ওই সেতু স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে বেকুটিয়ার সেতু বেকুটিয়ায় নির্মাণের দাবি জানিয়ে বক্তারা বলেন, এর কোন ব্যত্যয় ঘটলে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

রবিবার, ১৩ মার্চ, ২০১৬

কাউখালী ইউনিয়ন নির্বাচনের বিএনপি প্রার্থীর পথসভায় আলমগীর

গনতন্ত্র পূণঃউদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায়

 ধানের শীষের বিকল্প নাই

নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেছেন,গনতন্ত্র পূণঃউদ্ধার ও মানুষের  ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ মার্কার বিকল্প নাই। বিএনপি অত্যন্ত প্রতিকুলতার মধ্যে ইউনিয়ন নির্বাচনে অংশ গ্রহন করেছে। বিনাভোটে নির্বাচিত সরকার বিরোধী দলের সকল রাজনৈতিক কর্মকান্ডকে স্তদ্ধ করার ষড়যন্ত্র শুরু করেছে। হাজার হাজার  নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে  জেলে রেখেছে। বহু নেতাকর্মীকে হত্যা  ও গুম করেছে। সভা সমাবেশ করতে দিচ্ছে না। এই প্রতিকুলতার মধ্যে  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি জাতীর স্বার্থে, গনতন্ত্রের স্বার্থে এবং দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের স্বার্থে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করেছে।
রবিবার কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি আরো বলেন, ৫ জানুয়ারী একটি পাতানো নির্বাচন হয়েছিল যা ইতিহাসে কলংকজনক নির্বাচন। কারন ১৫৪টি আসনে বিনাপ্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিত করা হয়েছিল। বাকী  যে কয়টি আসন ছিল তাও লুকোচুরির মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়। গনতন্ত্র ও  ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধানের শীষ মার্কার প্রার্থীদের  ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
শিয়ালকাঠী ইউনিয়ন ধানের শীষের ঘাটি। আশা করি এবারো  মানুষ বিএনপির  প্রার্থী শহীদ জিয়ার  প্রতীক ধানের শীষ মার্কায়  ভোট দিয়ে গনতন্ত্র ও  ভোটাধিকার  প্রতিষ্ঠায় আমাদের দলের প্রার্থীদের বিজয়ী করবেন।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান কবীর,সাধারন সম্পাদক এইচ,এম,দ্বীন মোহাম্মদ, শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহসীন আকন, চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল কবীর নিরব মল্লিকসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

                                                       প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষ
                                       কাউখালীর মানিক মিয়া কিন্ডার গার্টেনে শতভাগ পাস
শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে অবস্থিত মানিক মিয়া কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা। ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে ১৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উল্লাসে মেতে ওঠেন। জিপিএ-৫ প্রাপ্ত এক পরীক্ষার্থী মালিহা হাসান তৌফি জানান, আমাদের বিদ্যালয়ে আন্তরিক পরিবেশে পাঠ দেয়া হয়। আমার অভিভাবকও আমাকে উত্সাহ দিয়েছে। সে কারণে ফলাফল ভাল হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, সায়মা আক্তার অর্নি, মালিহা হাসান তৌফি, জিয়াদুল ইসলাম সৌরভ, মাশফি আফরোজ মারিয়া, মুশফিকা জামান উর্মি, ফারিন সুলতানা শ্রাবণী, অহনা মস্তরী পৃথা, মাইনুল হাসান সাফিন, কায়েসউজ্জামান রাফি, অনিক হাসান।
উল্লেখ্য, ১৯৮৬ সালে তত্কালীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী উপজেলায় মানিক মিয়া কিন্ডার গার্টেন প্রতিষ্ঠা করেন। সেই থেকে পিরোজপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেনের পরামর্শক্রমে বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি শিশুদের প্রাথমিক শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। এর রয়েছে সুপরিসর খেলার মাঠ, দক্ষিণমুখী দ্বিতল ভবন, পর্যাপ্ত আলো-বাতাসপূর্ণ শ্রেণিকক্ষ, প্রয়োজনীয় আসবাবপত্র ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী।
মানিক মিয়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খালেদা আক্তার জানান, প্রতিবছর আমাদের ভালো ফলাফলের জন্য বেশিরভাগ কৃতিত্ব শিক্ষকদের। শিক্ষার্থীরা বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি বাড়িতেও পড়াশুনা করে। বেশিরভাগ অভিভাবক শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন।সব মিলিয়ে আমাদের ফলাফল ভালো হয়।

শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

           কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বরণ



শিশুদের মানসিক বিকাশ ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়গামী শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা পরিষদ ও  সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায়  গতকাল শনিবার কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে  এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদ খান খোকনের সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে  বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, উপজেলা রিসোর্স সেন্টার ইন্টট্রাক্টটর আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু ও শিক্ষক লিটন কৃষ্ণ রায়, শিক্ষক আল-মামুন, অভিভাবক কাজী মাসুদ ইকবাল প্রমূখ।
পরে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের খাতা কলমসহ শিক্ষা উপকরণ দিয়ে  দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে শিশু শিক্ষার্থীরা  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩১টি জিপিত্র-৫সহ শতভাগ পাস অর্জন করে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব অর্জন করে।

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

                                         ছাত্রদল নেতা অনুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে 

                                                আলোচনা সভা ও দোয়া মাহফিল 



১জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচীতে যোগ দিতে গিয়ে পিরোজপুর থেকে ফেরার পথে সন্ত্রাসীদের হাতে নিহত উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুর রহমান অনুর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি গত শুক্রবার সন্ধ্যায় উত্তর বাজার দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফলি এর আয়োজন করেছে।
সভায় উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক এস,এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুজ্জামান মিয়া, কাফি চৌধুরী, বদরুদ্দোজা মিয়া, শেখ মিরাজ আহম্মেদ, গিয়াস উদ্দিন আলি, যুবদলের সভাপতি সায়েম উদ্দিন, আরিফুর রহমান রুবেল মন্জুরুল কবির পেয়ারু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সিরাজুল ইসলাম উজ্জল, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক, জাহিদুর রহমান ফিরোজ, শারিফুল আজম সোহেল প্রমুখ।সভায় দ্রুত ছাত্রদল নেতা অনুর হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়।
উল্লেক্ষ্য ২০১১ সালের ১জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচীতে যোগ দিতে পিরোজপুরে ফেরার পথে সন্ত্রাসীদের হাতে দিনে দুপুরে প্রকাশ্যে অপহরন করে নিয়ে গিয়ে নির্মম ভাবে নির্যাতন করে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুর রহমান অনুকে হত্যার তি’বছরেও আসামী গ্রেফতার এবং বিচার হয়নি। ছাত্রদল নেতা তারিফুর রহমান অনু হত্যা মামলায় কোন আসামী গ্রেফতার না হওয়ায় তাদের পরিবার ও স্থানীয় নেতা কর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও হতাশা।

                         কাউখালী বিপুল উৎসাহে বই  উৎসব


সারাদেশের মত পিরোজপুরের কাউখালী উপজেলায় উৎসব মূখর পরিবেশে শুরু হয়েছে বই উৎসব। শুক্রবার শিক্ষাপঞ্জি শুরুর প্রথম দিন সকাল নয়টা থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নত্নু বই তুলে দেয়া হয়েছে। রং-বেরঙের মলাটের নতুন বই হাতে  পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে উচ্ছসিত হতে দেখা  গেছে শিক্ষক ও অভিভাবকদের।
প্রাথমিক স্কুল পর্যায়ে কাউখালী উপজেলায় আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উৎসব ২০১৫  কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই  তুলে দিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. আমিনুর রশীদ মিল্টন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, শিক্ষা উদ্যোক্তা ও সমাজসেবক আঃ লতিফ খসরু, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ। উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে শিশুদের হাতে বই ছাড়া অন্য কিছু মানায়না। তাই সরকার বিনামূল্যে বই দিয়ে একটি শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষ্য হাতে নিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, নতুন বই নিতে  ভোর থেকেই বিদ্যালয়গুলোতে হাজির হয় ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ উৎসবে। এসময় নতুন বই হাতে  পেয়ে পাতা উল্টিয়ে বইয়ের  ঘ্রাণ নিতে  দেখা  গেছে শিক্ষার্থীদের।