শনিবার, ২২ আগস্ট, ২০১৫

কাউখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত


পিরোজপুরের কাউখালীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭দিন ব্যাপী কর্মসুচীর শেষ দিনে গতকাল শনিবার (২২আগষ্ট )বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.দেলোয়ার হোসেন,সহ-সভাপতি শাহ মো.কাইয়ুম.যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন,সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,আওয়ামীলীগ নেতা গৌতম কুমার দাস,কাজী মাসুদ ইকবাল,দপ্তর সম্পাদক সাইফুর রহমান বাদল,যুবলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার প্রমুখ। 

এ সময়  উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দুঃ¯হদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

              কাউখালীতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে  আলোচনাসভা


পিরোজপুরের কাউখালীতে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিঅ্যাডভোকেট এম,নুরুল হকের সভাপতিত্বে সভায়য় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.দেলোয়ার হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,আওয়ামীলীগ নেতা কাজী মাসুদ ইকবাল,মনজুরল মারুফ পিয়াল, সাইফুর রহমান বাদল,মনিরুজ্জামান খোকা, সালাউদ্দিন রাসেল প্রমুখ।
বক্তারা গ্রেনেড হামলাকারীদের দ্রুত  গ্রেফতার ও বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।