বুধবার, ১৩ মে, ২০১৫

কাউখালীর বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলীর ইন্তেকাল


পিরোজপুরের  কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলী (আনছার জামাই) মঙ্গলবার বিকালে  নিজ বাসভবনে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বুধবার কাউখালী ঈদগাহ  মাঠে তার নামাজে জানাজা শেষে  তাকে দাফন করা হবে।

কাউখালীর বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলীর মৃত্যুতে
ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিমের শোক প্রকাশ

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান মিঠুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী আনছার আলী (আনছার জামাই) মৃত্যুতে সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক, জিয়া পরিষদের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি এবং চার্টাড ইনস্টিটিউট অব লিগ্যাল এক্সিকিউটিভের মেম্বার ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার, ১১ মে, ২০১৫

 কাউখালীতে মা দিবসে ১৫ মাকে সংবর্ধনা

 বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষ্যে কাউখালী প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে রোববার (১০ মে) সকাল ১০টায় স্কুল চত্বরে পনেরো জন মাকে সংবর্ধনা দিয়েছেন কাউখালীর বিশিষ্ট সমাজসেবক আঃ লতিফ খসরু। সংবর্ধিত মায়েরা সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র। এদের মধ্যে তিন মা হয়েছে শতবর্ষী।সংবর্ধিত মায়েরা হলেন হলেন, মহান মুক্তিযুদ্ধে স্বামী সন্তান হারা আমরাজুড়ী ইউনিয়নের গন্ধর্ব্য গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের কন্যা বীর মুক্তিযোদ্ধা উর্মিলা রানী রায় (৯০)। উপজেলার কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেনের মা আমজেদুন নেছা (৮০), একই গ্রামের মৃত আউয়ালের স্ত্রী সাফিয়া বেগম (১০০) কেউন্দিয়া গ্রামের   শুক্কুর খানের স্ত্রী ফাতিমা বেগম (১০০)  আমরাজুড়ী আবাসন প্রকল্পে বসবাসকারী বুদ্ধি প্রতিবন্ধী জাহিদের মা রেক্সেনা বেগম (৭০) চার বাক প্রতিবন্ধী সন্তানের মা মঞ্জিলা বেগম (৬০)  দুই বুদ্ধি প্রতিবন্ধী তানজিলা ও আসমার মা সাহেরা বেগম (৭০) আমরাজুড়ী আবাসনে বসবাসকারী বুদ্ধি প্রতিবন্ধী শান্তার মা আমেনা বেগম (৫০) উপজেলার বাশুরী গ্রামের মৃতঃ দেরাগ আলী ফকিরের স্ত্রী শতবর্ষী মকিমন নেছা।

উপজেলার দাশেরকাঠী গ্রামের মানিক সরদারের হতদরিদ্র স্ত্রী হালিমা বেগম (৭০), গন্ধর্ব্য গ্রামের মৃত নিবারণ চন্দ্র রায়ের হতদরিদ্র স্ত্রী বকুল বালা রায় (৭৫), কাউখালী সদরের মৃতঃ উমেশ সাধকের হতদরিদ্র স্ত্রী সুষমা সাধক, শহরের মৃতঃ মোদাচ্ছের আলীর স্ত্রী আমিরুন নেছা (৭৫) চিরাপাড়া গ্রামের মৃতঃ মনছুর আলী শেখ এর স্ত্রী শ্রমজীবী রহিমা বেগম (৬৫), রবিন দাসের স্ত্রী মঞ্জুরানী দাস (৬০), আউয়ালের স্ত্রী সাফিয়া বেগম (৮০), আঃ খালেকের স্ত্রী কুলসুম (৭০)। সংবর্ধিত মায়েদেরকে মালা পরিয়ে সংবর্ধিত করা হয়, এবং মিষ্টি, দধি, ফল দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয়। উপহার হিসেবে প্রত্যেকটি মাকে এক একটি শাড়ি দেওয়া হয়।
প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক আঃ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আমরাজুরী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী মহিলা পরিষদ সভানেত্রী জাহানুর বেগম, কাউখালী উত্তর বাজার যুব কল্যাণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন পাবেল, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ক্ষুদে সন্তান তাহমিদ প্রমূখ।

ইয়াবা , ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

পিরোজপুরে ৪ বোতল ফেন্সিডিল, ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজা সহ মোঃ ওমর ফারুক(৩০)আটক করেছে র‌্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে, পিরোজপুর জেলার সদর থানাধীন মুলগ্রাম গস্খাম থেকে  রবিবার দুপুরে তাকে আটক করা হয়।র‌্যাব-৮  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে  পুলিশের হাতে সোপার্দ করেছে। ধৃত আসামী স্বীকার করে যে, সে দেশের বিভিন্ন এলাকা হতে উলে¬খিত মাদক দ্রব্য সংগ্রহ করে পিরোজপুর জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

শনিবার, ৯ মে, ২০১৫

ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ায়
রুশনারা আলীকে রেজাউল করিমের অভিনন্দন


ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভুত রূশনারা আলীকে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠির সাতুরিয়ার সন্তান, সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক ও জিয়া পরিষদের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। গতকাল এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, রূশনারা আলী পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এন্ড বো আসনে ২৫ হাজার ভোটের বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছেন। রেজাউল করিম যুক্তরাজ্যে তার প্রতিবেশি রুশনারা আলীকে এই অভাবনীয় বিজয়ে আন্তরিক অভিনন্দন জানান। #