রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

ক্রীড়া সাংবাদিকাতায় স্মারক সম্মাননা পেলেন সৈয়দ বশির আহম্মেদ


পিরোজপুরের কাউখালীতে ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ক্রীড়া স্মারক সম্মাননা পেয়েছেন দৈনিক আজকালের খবর, অনলাইন এবিনিউজ২৪ডটকম এর কাউখালী প্রতিনিধি ও কাউখালী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক  সৈয়দ বশির আহম্মেদ। কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বশির আহম্মেদকে এ সম্মাননা দেওয়া হয়। 
কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে সম্মাননা, বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী সমাবয় লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুর রহমান ছগীর উপস্থিত থেকে এ স্মারক সম্মাননা তুলে দেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি অধ্যাপিকা লায়লা ইরাদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম নুরুল হক, সাধারণ সম্পাদক তালুকদার মো. দোলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন ।
উল্লেখ্য সাংবাদিক সৈয়দ বশির আহম্মেদ দীর্ঘ ৫ বছরেরও অধিককাল ধরে কাউখালী জনপদে সাংবাদিকতার মাধ্যমে এ জনপদের ক্রীড় উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন।

কাউখালীতে তিনটি মন্দিরের প্রতিমা ভাংচুর এক নারী আটক



পিরোজপুরের কাউখালীতে তিনটি মন্দিরের ভেতর ঢুকে  মিনু খানম (২৫)নামে এক বিকারগ্রস্ত নারী পালাক্রমে সাতটি প্রতিমা ভাংচুর করেছে। এসময় স্থানীয়রা ওই নারীকে আটক করে গনধোলাই দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে কাউখালী শহরের উত্তর বাজার আখড়াবাড়ি মন্দিরে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। ওই নারীর এখনও পরিচয় মেলেনি। সে গত কয়েকদিন আগে কাউখালী শহওে পাগল বেশে ঘোরাফেরা করে আসছিল।

স্থানীয়দের সূত্রে জানাগেছে,কাউখালী উপজেলা সদরের উত্তবাজার আখড়া বাড়ির মন্দিরে গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে অপ্রকৃতস্থ মিনু খানম নামে এক নারী ঢুকে পালাক্রমে তিনটি মনিন্দরে রক্ষিত প্রতিমা ভাংচুর চালায় । এসময় মন্দিরের এক ভক্তের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই নারীকে আটক করে। পরে সে উত্তেজিত জনতার গনধোলাইয়ের শিকার হয়। পুলিশ খবর পেয়ে জনতার কবল হতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
 মন্দির কমিটির সভাপতি এডভোকেট পরিতোষ সমদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আখড়া বাড়ির শ্রী শ্রী মদনমোহন জিউর  কেন্দ্রীয় দূর্গামন্দিরের ৪ টি প্রতিমা,শ্মশানকালী মন্দিরের প্রতিমা ও লোকনাথ মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে।  এতে মন্দিরের ৭ টি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে । কেন্দ্রীয় দূর্গা মন্দিরের শ্রী শ্রী স্বরস্বতী প্রতিমা, শ্রী শ্রী কার্তিক প্রতিমা, শ্রী শ্রী লক্ষ্মী প্রতিমা, শ্রী শ্রী গণেশ প্রতিমা এবং কেন্দ্রীয় শ্মশানের শ্রী শ্রী কালী প্রতিমা ও কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের লোকনাথের বিগ্রহ এবং পহেলা বৈশাখ উপলক্ষে নাথ মন্দিরে নবনির্মিত বিশালাকৃতির একটি গণেশ প্রতিমা ভেঙে ফেলা হয়।
উপজেলা নিব্র্াহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আটককৃত ওই নারী গতদুইদিন ধরে কাউখালীর বাজারে পাগল বেশে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানন। মন্দিরের ভক্তবৃন্দরা জানান বৃটিশ আমল থেকে অদ্যবধি মন্দিরে কোন প্রতিমা ভাংচুর কিংবা পূজা পার্বনে কোন প্রকার বাধার সম্মুখীন হতে হয়নি এখানে। দিনে দুপুরে এমন ঘটনায় ভক্তবৃন্দরা হতবাক হন। প্রতিমা ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে আখড়াবাড়ি আশ্রমের মন্দির প্রাঙ্গনে শত শত ভক্তরা ভীর করছেন ।
 বৃহস্পতিবার দুপুরের ঘটনা উপজেলা সহ সারাদেশে ভক্তদের হৃদয়ে আঘাত হেনেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাউখালী  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাটি কোন সুস্থ মানুষের কাজ নয়। আটককৃত নারীকে পুলিশ হেফাজতে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।
এদিকে আজ শুক্রবার বিকালে  পিরোজপুর জেলা প্রশাসক মো. শামীমুল হক সিদ্দিকী ও জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন আখাড়াবাড়ি মনিন্দর পরিদর্শন করেছেন।
এদিকে প্রতিমা ভাংচুরের ঘটনায় মন্দির কমিটির সভাপতি এডভোকেট পরিতোষ দেবনাথ বাদি হয়ে আজ শুক্রবার বিকালে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫

কাউখালীতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিককে সম্মাননা



পিরোজপুরের কাউখালীতে প্রয়াত মুক্তিযোদ্ধাকে মনোনোত্তর ও এক সাংবাদিককে সম্মাননা জানানো হয়েছে। বৃহস্পতিবার কাউখালী মহিলা পরিষদ কার্যালয়ে কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান খানের উদ্যোগে এ সম্মাননা জানানো হয়।
এরা  হলেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় ৯ নম্বর সেক্টরের বেইজ কমান্ডার আব্দুল হাই পনা (মরোনত্তর) ও সাংবাদিকতায় টিআইবি’র দূর্নীতি বিষয়ক রিপোটিংয়ের জন্য পুরুস্কার প্রাপ্ত ঝালকাঠির সাংবাদিক মো. আতিকুর রহমান।
মহিলা পরিষদ সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন,  কাউখালী প্রেস ক্লাব সভাপতি রবিউল হাসান রবিন, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, বিদ্যোৎসাহী সমাজ সেবক আঃ লতিফ খসরু সাংবাদিক পিযুষ দে,ছাত্রলীগ নেতা মো. ইউনুস খান,সাংবাদিক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ।


   অ্যাটকোর সভাপতির মুক্তি চেয়ে ঝালকাঠীতে দোয়া মাহফিল

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে ঝালকাঠিতে আলোচনা সভা, মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ দোয়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন। মিলাদ দোয়াপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাহাঙ্গীর হোসেন মঞ্জু

প্রেসক্লাবের সহসভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, স্থানীয় পত্রিকা অজানা বার্তার সম্পাদক এস এম আবদুর রহমান কাজল, মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু, দৈনিক আমার দেশের প্রতিনিধি শফিউল আজম টুটুল এনটিভির জেলা প্রতিনিধি কে এম সবুজ।
সভায় বক্তারা এনটিভির চেয়ারম্যানের মুক্তির দাবি করেন। তাঁর বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিও জানান তাঁরা। ছাড়া দেশের বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানানো হয় সভায়

পরে মোসাদ্দেক আলীর সুস্থতা কামনা করে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক ইঞ্জিনিয়ার কে এম রেজাউল করিমের সহযোগিতায় ঝালকাঠি এনটিভি দর্শক ফোরাম এই আলোচনা সভা, মিলাদ দোয়ার আয়োজন করে