শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫



কাউখালীতে প্রতিবন্ধী শিশুদের ভালবাসা দিবসে
ব্যাতিক্রমী আয়োজন


কাউখালী(পিরোজপুর)

বিশ্ব ভালবাসা দিবস(ভ্যালেন্টাইন ডে)উপলক্ষে  শনিবার  পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর আমরাজুড়ি চরের আবাসনে আশ্রিত ১৩জন বাক বুদ্ধিপ্রতিবন্ধী প্রতিবন্ধী শিশুদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।  এসব শিশুদের মিষ্টিমুখ করানো হয় দুপুরের খাবর পরিবেশন করা হয়।
কাউখালী প্রতিবন্ধী পাঠশালার প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু ভালবাসা দিবসে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজন করেন।
এসময় প্রতিবন্ধীদের আবাসনে আশ্রিত নারী মুক্তিযোদ্ধা উর্মিলা রানী রায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া আমরাজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ সুবিধাবঞ্চিত শিশুদের মিষ্টিমুখ গেঞ্জি পরিয়ে দেন। পরে  শিশুদের দুপুরে খাবার পরিবেশন করা হয়। প্রতিবন্ধী শিশুরা ভালবাসা দিবসে  আনন্দ উচ্ছাসে   দিনটি উদযাপন করে। #

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

কাউখালী শ্রীগুরু  সংজ্ঞ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম ভুমি দস্যু 

মাস্তানদের হাত থেকে রক্ষা করার দাবী

কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি


শ্রীগুরু  সংজ্ঞ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালী পিরোজপুরের সাধারন সম্পাদক  এ্যাডভোকেট রনঞ্জয়কৃষ্ণ দত্ত এক বিবৃতিতে বলেন গত ০৮/২/১৫ ইং তারিখএকটি জাতীয় ও কয়েকটি আঞ্চলিক পত্রিকাএবংঅনলাইনে  প্রকাশিত কাউখালিতে আশ্রমের  সম্পত্তি আশ্রমের নাম ব্যবহার করে দখলের চেষ্টা ”সংবাদ সম্মেলনে অভিযোগে যেসংবাদ প্রকাশ করেছে প্রতিবাদ জানান, তিনি বলেন,প্রকাশিত উক্ত সংবাদটি মিথ্যা ও বানোয়াট । শ্রীগুরু  সংজ্ঞা একটি সেবা মূলক অরাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানটির সাবেক সাধারন সম্পাদক শ্রী রনজিৎ কুমার দাস সিনিঃ  সহকারী সচিব (অবঃ) তাদের ডিগ্রীকৃত সম্পত্তি ১৯৭৩ সালের পর হতে প্রায় ৪০ বৎসর যাবৎ তাহারা ভোগ দখল করে আসছে । ভ’মি রেকর্ড, পর্চা, ভুমি জরিপও খাজনা তাদের  নামে বিদ্যমান । আশ্রমের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা আইনগত ভাবে তিনটি রেজিষ্ট্রীকৃত দলিলের মাধ্যমে আশ্রমের নামে সাফ কওলা করে দেন ।আশ্রমের ধর্মপ্রাণ শিষ্য ও ভক্তগনের অনুদান ও লোনের মাধ্যমে প্রায় দেড় একর ভুমি ক্রয় করা হয় এবং ¯’ানীয় ব্যাক্তিবর্গ ও জন প্রতিনিধিদের উপ¯ি’তিতে জরিপ কার্য সম্পুর্ন করা হয় । আশ্রম সংলগ্ন আরও এক একর ৩৫ শতাংশ জমি তাদের বসত বাড়ী আশ্রমের নামে বিক্রির প্রস্তাব দিলে উক্ত অর্থ যোগান করতে না পারায় আশ্রমের ভবিষ্যতের কথা ভেবে আশ্রমের কার্যকারী পরিষদের ০৫ জন কর্মকর্তা ও উল্লেখিত বাড়ীতে প্রায় ৪০ বৎসর যাবত বসবাসকৃত আশ্রমের কর্মচারী কার্তিক পালের নামে রেজিষ্ট্রীকৃত সাফ কওলা করা হয় । এই বাড়ীতে রনজিৎ দাস ও ইন্দ্রজিৎ দাসের পরিবার বর্গ প্রায় ৪০ বৎসর যাবত ভোগ দখল ও খাজনাদি পরিশোধ করে আসছে । এই ক্ষেত্রে কোনরকম জালিয়াতি করা হয় নি । প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট । বিশ্বজিৎ বিশ্বাসের কথিত ও সম্পাদিত মাস্তানদের সাথে বায়না চুক্তিটি অরেজিষ্ট্রীকৃত ও ভুয়া ।কাউখালীর জনৈক্য কালা পাল, বিশ্বজিৎ বিশ্বাস ও বাবু বিশ্বাস আলোচ্য ভুমির দখলের ৩৫ বছর পর জাল ওয়ারিশ তৈরী করে মাস্তানদের সহযোগিতায় ভুমি দখলের পায়তারা করছে । উক্ত ভুয়া ওয়ারিশ সনদপত্র ¯’ানীয় ইউনিয়ন পরিষদ থেকে আদালতের মাধ্যমে বাতিল করেছে । এছাড়াও কালা পাল, বিশ্বজিৎ বিশ্বাস ,বাবু বিশ্বাস সহ ভুমি দস্যুদের নামে কাউখালীতে হিন্দু ,মুসলিম নির্বিশেষে মানব বন্ধন করা হয় । যাহা বিভিন্ন ¯’ানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয় ।সার্বজনীন আশ্রম যাহার লক্ষ লক্ষ অনুসারী এবং ১০৮ টি শাখা বিদ্যমান । আশ্রমটি এই ভুমি দস্যু মাস্তানদের হাত থেকে রক্ষা করার জন্য সকলের নিকট আহব্বান করছি ।