বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


কাউখালীতে শেষ হল তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা

পিরোজপুরের কাউখালী  উপজেলায় নাগরিক সেবা ও তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিন দিন ব্যাপী  ডিজিটাল মেলা মঙ্গলবার (১৭ জুন) শেষ হয়েছে
প্রশাসনের উদ্যোগে সকালে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়াম্যান ফাতেমা ইয়াসমিন পপি, অধ্যক্ষ মোঃ সায়েদুর রহমান, ইউপি চেয়ারমান আমিনুর রশীদ মিলটন, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ রতন কুমার ঘোষ প্রমুখ


মেলায় ১৩টি স্টলে উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিওর সেবা সমূহ উপস্থাপন করা হয়মেলায় প্রথম স্থান অধিকার করে কাউখালী সদর ইউনিয়ন, দ্বিতীয় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন, তৃতীয় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়

কাউখালীতে দর্শক মাতালেন কোজআপ তারকা রিংকু

পিরোজপুরের কাউখালীতে দর্শক মাতালেন টিভি তারকা কোজআপ তারকা রিংকু  ‘এতো সবি কানার হাট বাজার’, ‘পাগলা ঘণ্টা’, ‘একতারাকে সঙ্গে নিয়ে’ ‘লোকে বলে, লালন কি জাত সংসারে’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘বাড়ির পাশে আরশি নগর’‘হাওয়ার গাড়ি’ প্রভৃতি। সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে কাউখালীর হাজারও  দর্শক মাতালেন সময়ের জনপ্রিয় কোজআপ তারকা রিংকু এ সময় তাকে সঙ্গ দিয়ে গল্প আর গানে গানে আনন্দে ভাসিয়ে দেন মম। শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ১২৪ তম তিরোদান উৎসব উদযাপন উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ সেবা সংঘ ২দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে কোজআপ তারকা রিংকুসহ দেশবরণ্য লালন শিল্পীরা অংশ গ্রহন করে।পিরোজপুরের কাউখালীর লোকনাথ মন্দির প্রাঙ্গনে। বুধবার বিকাল থেকে শুর হওয়া অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল ইসলাম,ভাইসচেয়ানম্যান কামরুজ্জামান মিঠ,মহিলা ভাইস চেযারম্যান ফাতেমা ইয়াসমিন পপি উপস্থিত ছিলেন। সন্ধ্যায়  শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে গভীর রাত পর্যন্ত। হাজারও মানুষকে আনন্দ দিতে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন শিল্পীরা। সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন