KAWKHALI SANGBAD
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
কাউখালীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
যথাযোগ্য মর্যাদায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন পিরোজপুরের কাউখালীর মানুষ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন করা হয় বিজয়ের ৫০ বছর। মহান বিজয় দিবসের প্রত্যুষে ৫০ বার তোপধ্বনি করা হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কাউখালীবাসী যেমন মেতেছেন বিজয়ের আনন্দে, তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের।
বিজয় দিবসের সকাল সাড়ে ৬টায় শহীদ মিনারে মানুষের ঢল নামে। শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ৯টায় সরকারি বালক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা, থানার ওসি বনি আমিন উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন. উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ.বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলাল প্রমূখ।
বিকেল সাড়ে ৪টায় সরকারি বালক বিদ্যালয় মাঠে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। একই স্থানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ দিন উপজেলা চত্বরে সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে কাউখালীর সব সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
পিরোজপুরের শ্রেষ্ঠ উদ্যোক্তা হলেন কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শারমিন
প্রতিনিধি,
পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শারমিন আক্তার জেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।
ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তিতে ডিজিটাল বাংলাদেশ ই- সেবার ক্যাম্পেইন-২০২১ কার্যক্রমের সমাপণি অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হন। বুধবার পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা শারমিন আক্তারকে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভিন সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলার সেরার উদ্যোক্তা শারমিন আক্তার বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপান্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো অগ্রনী ভূমিকা রাখছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল জনগণকে ই-সেবা সম্পর্কে অবহিতকরণ এবং ডিজিটাল সেন্টারের সেবা গ্রহণে মাসব্যাপি ‘ই- সেবা ক্যাম্পেইন ২০২১’ পালনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ইউনিয়নের যেকোন নাগরিক এ সেবা নিতে পারচ্ছে। তিনি জানান,কম সময়ে, কম খরচে,সহজেই ডিজিটালের সব ধরণের সেবা দেয়া হচ্ছে তৃণমূলের বাতিঘর ডিজিটাল সেন্টারে। কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার নাগরিকদের সবধরনের সেবা প্রদান ও সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ এ কৃতিত্ব। জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও কাউখালী ইউনিয়নের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হওয়ার সামনের দিনে আরও ভাল সেবা দিবেন বলে তিনি জানান।
বিজয়ের মাস
সন্ধ্যা নদী পাড়ে পতাকা মিছিল
বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আজ বুধবার নদীপারে প্রতিবন্ধী স্কুলেল উদ্দ্যেগে উপজেলার আমরাজুড়ি আবাসনের বসবাসরত শিক্ষার্থীদের নিয়ে পতাকা মিছিলের আয়োজন করা হয়।
পতাকা ছলটি নদীর এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চেতনায় মুক্তিযুদ্ধের স্লোগানে ছিল মুখরিত। এ সময় এলাকাবাসী রাস্তার পাশে পাড়িয়ে শিক্ষার্থীদের উৎসাহ ও অভিনন্দন জানান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পতাকা হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করান ৮ম শ্রেনীর শিক্ষার্থী শারমিন আক্তার। স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে নদীপাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসন প্রকল্পের সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের আয়োজক আঃ লতিফ খসরু বলেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ভ করতে আমার এ আয়োজন। এর ফলে হয়তো শিক্ষার্থীরা কিছুটা লাল সবুজের পতাকার প্রতি পরিচিত হবে এবং দেশকে ভালোবাসবে।
শনিবার, ২২ আগস্ট, ২০২০
শোক সংবাদ
- চলে গেলেন কাউখালীর নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক দক্ষিন বাজার নিবাসী মো.মাসুদুর রহমান (৫৮)।শনিবার(২২আগষ্ট) বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকাল সাড়ে নয়টায় কাউখালী দক্ষিন বাজার বড় মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে পরে বেলা ১১টায় তার গ্রামের বাড়ি সদর ইউনিয়নের বৌলকান্দা গ্রামে অনূষ্ঠিত হবে। মাসুদুর রহমান নাঙ্গুলী নেছারিয়া মাদ্রাসায় ২৮ বছর যাবত শিক্ষকতা করেছেন।
শনিবার, ৯ মে, ২০২০
কাউখালীতে উপজেলা চেয়ারম্যান মনু মিঞার নিজ অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন উপজেলা জাতীয়পার্টি জেপি’র সাধারন সম্পাদক শাহআলম নসু, উপজেলা জাতীয় মহিলা পার্টির সাধারন সম্পাদক সিমা আক্তার,ইউপি সদস্য মুবিনুর রহমান মানিক, ইউপি সদস্য হেমায়েত উদ্দিন প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু বলেন, উপজেলার অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে ১০ হাজার পরিবারের মাঝে চাল,ডাল,তেল,আলুসহ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার ৮হাজার পরিবারের মাঝে মুড়ি,চিড়া.চিনি.খেঁজুর,ট্যাঙ,ছোলাবুট প্যাকেট পৌছে দিচ্ছি।
সোমবার, ৬ এপ্রিল, ২০২০
কাউখালীতে সামাজিক দূরত্ব অমান্য করায় ৯ দোকানিকে জরিমানা
করোনাভাইরাস বিস্তাররোধে সামাজিক দূরত্ব অমান্য ও নির্ধারিত সময় অতিক্রম করে দোকান খোলা রেখে জনসমাগম করায় পিরোজপুরের কাউখালীতে নয়জন দোকানিকে ৬হাজার ৬’শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত কাউখালীর বাসস্ট্যান্ড,তালুকদার হাট.গাজির হুলাবাজার.হাসপাতাল রোডে ৯জন দোকানীকে এ অর্থদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে জনসমাগম না করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে। যে কারণে জনসমাগম ঠেকাতে আমরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসের তোয়াক্কা না করে সামাজিক দূরত্ব অমান্য ও নির্ধারিত সময় অতিক্রম করে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৯ দোকানীকে মোট ছয় হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বার বার মাইকিংসহ বিভিন্নভাবে কাউখালীবাসীকে সচেতন করার চেষ্টা করছি। এর আগে বাজাওে বাজারে এসে এদের অনেকভাবে বুঝিয়েছি কিন্তু তারা সরকারের কথা অমান্য করে দোকানগুলো খোলা রেখে জনসমাগম করেছে। তাই এই অর্থদন্ড দেওয়া।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।